‘অ্যান্টিঅক্সিড্যান্ট’-এর কথা অনেকেই জানেন। কিন্তু সব 'অ্যান্টিঅক্সিড্যান্ট'-এর 'বাপ'কে চেনেন কি? এ হলো সেই মহা ‘অ্যান্টিঅক্সিড্যান্ট’ যার সাহায্যে ক্যানসার, হৃদরোগ, জরা, স্মনায়ুরোগ-সহ এক গাদা সমস্যার সমাধান সম্ভব। অথচ মানবদেহে এর উপস্থিতি এতই কম যে চিকিৎসকরা তার জোগান দিতে হিমশিম খেয়ে যান। ‘গ্লুটাথাইওন’-এর নাম চিকিৎসা জগতের সঙ্গে জড়িত প্রায় সবাই শুনেছেন। শক্তিশালী ‘ডিটক্সিফায়ার’ এই অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে...

